&ldquo জর্জ ওয়াশিংটন তাঁর নাতিকে নিয়ে ঘোড়ায় চড়ে…

“জর্জ ওয়াশিংটন তাঁর নাতিকে নিয়ে ঘোড়ায় চড়ে বেড়াতে বেরিয়েছিলেন।পথে এক নিগ্রো হ্যাট তুলে দুজনকে নমস্কার করলো,ওয়াশিংটন হ্যাট তুলে প্রতিনমস্কার করলেন,কিন্তু নাতি নিগ্রোকে তাচ্ছিল্য করে নমস্কার গ্রহণ করল না।জর্জ ওয়াশিংটন নাতিকে বললেন ” নগণ্য নিগ্রো তোমাকে ভদ্রতায় হার মানালো।"

বইঃ দেশে বিদেশে

লেখকঃ সৈয়দ মুজতবা আলী (Bayazid Khan নামের একজন ব্যক্তি এটা পোস্ট করছিলেন এক বইয়ের গ্রুপে)।

জর্জ ওয়াশিংটন এখানে ভদ্রতা দেখাইয়া হ্যাট তুলেন নাই তা তার পরবর্তী কথায় বুঝা যায়।

তিনি নিগ্রোরে নগণ্যই মনে করেন। ফলে, নাতিরে তিনি কি ভদ্রতা শিখাইলেন?

না, নাতিরে তিনি শিখাইলেন পলিটিক্স। নিগ্রোর কাছে ভালো হওয়াও তার পলিটিক্যাল গুড ইমেজের জন্য দরকারী, এইজন্যই যে তিনি হ্যাট খুলছেন তা প্রকাশ হইল তার কথায়।

মুরাদুল ইসলাম