জনি ডেপ ও এম্বার হার্ডের মামলার শোতে জনি…

জনি ডেপ ও এম্বার হার্ডের মামলার শোতে জনি ও তার উকিল ক্যামিলের রোমান্টিক ভাবাপন্নটা ইচ্ছাকৃত, এটা করা হইছে পাবলিকরে এই মেসেজ দিতে যে, জনি রোমান্টিক জেন্টলম্যান, এম্বার হার্ড যা দাবী করতেছে, ভায়োলেন্ট ক্রুয়েল, তা অবশ্যই নয়। ডেপ জানাইছে এই মামলা ছিল তার ইমেজ পুনরুদ্ধারের জন্য। স্বাভাবিক ভাবেই এইসব কর্মকাণ্ড পাবলিকের কাছে তার রোমান্টিক গুড ইমেজ তুলে ধরছে।

ডেপের ফলের জন্য কে দায়ী? সে নিজে দায়ী। তার ড্রাগাসক্তি, এলকোহিলজম, বাজে বন্ধুবান্ধব, বাজে ম্যানেজমেন্ট। বাজে বিয়াও। কিন্তু পাবলিক ইমেজে তৈরি হইল এম্বার হার্ডই তার ফলের জন্য দায়ী। বিবিলিক্যাল ফলের যে আর্কিটাইপ আছে মানুষের কালেক্টিভ আনকনশাসে, আপেল খাওয়াইছে এডামরে ইভ, এই কারণে দুনিয়াতে পতন, সেইজন্যই ইভের দুনিয়াতে অনন্ত শাস্তি সন্তান প্রসব বেদনার পেইন; সেই আর্কিটাইপের সাথে মিলে যাওয়ায় গল্পটা চিরপরিচিত সত্যের মত লাগছে মানুষের কাছে।

কিন্তু, মনে রাখবেন পাবলিক ইমেজের ক্ষেত্রে, সত্য কী বিষয় না, মামলা কী তাও বিষয় না, যা রিপ্রেস থাকবে তা শক্তিশালী হয়েই ব্যাক করবে। সমাজের ফ্লো পরিবর্তন হইলেই ঘটনারে ব্যাক করানোর জন্য মানুষেরা এখনই রেডি আছে। এও মনে রাখেন যে, হার্ভে ওয়েনস্টাইনের ঘটনার পরেই জনি ডেপের বিষয়টা অতি খারাপ হিসেবে বিবেচিত হয়, এর আগে নর্মাল বৈবাহিক ক্যাচালই ছিল। হলিউডে কত কত হার্ভে ওয়েনস্টাইন আছে, তাদের এক দুইজন বের হবে, বাতাস বদলে যাবে, এবং রিপ্রেসড এম্বার হার্ড ঘটনায় ফিরে আসবে। তখন আলাপ উঠবে ম্যাস ম্যানিপুলেশনের। এবং পাবলিক তখন এম্বার হার্ডরে সাপোর্ট করবে।

মুরাদুল ইসলাম