চোর’রে গণপিটুনি দিয়া মারা যদি আপনি সমর্থন করেন…

চোর’রে গণপিটুনি দিয়া মারা যদি আপনি সমর্থন করেন, তাহলে কোন নির্দোষ ব্যক্তি বা সাধু আপনে চোর ভ্রমে গণপিটুনিতে মারা গেলে, সেটাও মানতে হবে।

ন্যায়বিচার হইল অপরাধী খোঁজা না, নিরপরাধ খুঁজে বের করা। ইউনুস এম্রে সিরিজের পীর তাপদুক এম্রে শিক্ষায় গর্বিত বিচারক কাদি ইউনুসরে এই কথা বলেছিলেন। ফেসবুকের গর্বিত বিচারকেরা মাথায় রাইখেন।

শাস্তির ক্ষেত্রে মনে রাখবেন, এই জিনিশ ভুলে নিরপরাধের উপর প্রযুক্ত হলে কী হবে, এবং হওয়ার সম্ভাব্যতা কেমন। এই কারণেই মৃত্যুদণ্ড সমস্যাজনক। এবং গণপিটুনি বা মব জাস্টিস তো আরও সমস্যাজনক। কারণ মবের বিচারের টাইম নাই, মব যখন একশনে নামে, তখন হেডলেস মনস্টার। সোশ্যাল প্রুফে মগজ হাঁটুর নিচে রাইখা একশন চালাইয়া যাবে।

মুরাদুল ইসলাম