ঘৃণা বিষয়ে

ঘৃণা একটি খুবই মানবিক বিষয়, যেমন লাভ, মায়া ইত্যাদিও মানবিক। কোন ব্যক্তিরে ঘৃণা করে কোন এক্ট করার মধ্যে যে মানবিকতা আছে, ঘৃণা না করে, একেবারে আবেগহীন হয়ে এক্ট করার মধ্যে সেই মানবিকতা নেই। দ্বিতীয়টি অমানবিক, ক্রুয়েল এবং বিভৎস।

যেমন, আপনি ব্যাকটেরিয়া মারতে ওষুধ লাগান। তাদের মরার ব্যাপারে আপনি আবেগহীন। এটা তাদের জন্য খুবই খারাপ ও ভয়ংকর।

বা ধরা যাক, স্বয়ংক্রিয় রোবট যদি যুদ্ধে ব্যবহৃত হয়। তারা যখন মানুষ মারতে থাকবে। ঘৃণা, বিদ্বেষ ছাড়াই। বিভৎস হবে তা মানুষের জন্য।

জুলাই ১৩, ২০১৮

মুরাদুল ইসলাম