ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়…

ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এই প্রবাদ যখন বাংলা ব্যাকরণে পড়তাম তখন বুঝতে পারতাম না। কোন জিনিস লজিক না মিললে আমার তা ভুল মনে হতো, বা মনে হতো যে এটা অদ্ভুত। মানতে পারতাম না। এই প্রবাদ ও আরো কয়েকটি প্রবাদে এমন।

পরে, অনেক অনেক পরে একদিন বুঝলাম সিঁদুরে মেঘই এখানে আলাদা জিনিস, যার অর্থ লাল মেঘ।

এখানে অর্থটা হলো, ওই গরুর ঘরে আগে আগুন লেগেছিল, তাই আকাশে লাল মেঘ দেখে তার মনে হয় আবার আগুন লেগেছে।

এই গরুটির কথা ভাবেন। সে মারাত্মক ইনসিক্যুরিটিতে ভুগতে থাকবে। তার মনের শান্তি বিনষ্ট হবে। সিঁদুরে মেঘ দেখে সে হাউকাউ করে দড়ি ছিঁড়ে দৌড় দিবে। তার বাচ্চা ও পার্টনাররে বের করতে চিল্লাচিল্লি করবে। কারণ সে একা নিজে বাঁচতে চায় না।

ফ্যামিলি তার প্রিয়, একা থাকা তার জন্য কষ্টের৷ কিন্তু তার এহেন আচরনে একসময় তার বাচ্চা ও পার্টনার বিরক্ত হয়ে তারে ছেড়ে যাবে। অর্থাৎ, সে একাই হয়ে পড়বে।ঘর পোড়া গরুর এই বাস্তবতাটি তার দোষ না, এটি তার ট্রমাজনিত মানসিক সমস্যা, বা অস্থিরতা। সে ঐ ট্রমা থেকে বের হবার জন্য থেরাপির সাহায্য নিলে হয়ত উপকার পেত।

আমি গর পোড়া গরুটির কথা ভাবি। তার জন্য সমবেদনা অনুভব করি। ও সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে এমন আশা করি।

মুরাদুল ইসলাম