গালি হিসেবে নটি পরিচিত। এটি ইংরাজি নটি Naughty…

গালি হিসেবে নটি পরিচিত। এটি ইংরাজি নটি (Naughty) থেকে আগত নয়। নট নটি বলতে অভিনেতা অভিনেত্রী বুঝায়। বাঙালী সমাজের নিম্নস্তরের একদল লোক ছিল যারা গান গাইয়া ও নেচে জীবিকা নির্বাহ করত। এরা সম্ভবত বিহদ্বর্ম ও ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্নিত নটবর্ণ। [বাঙালীর ইতিহাস আদিপর্ব, নীহাররঞ্জন রায়ের ইতিহাস গ্রন্থে আছে।] ডোম্ব বা ইত্যাদি নিচ জাতীয়া রমনীরা নৃত্যগীত পরায়ণা ছিলেন, ফলত তাদের নীতিবন্ধন শিথিল ছিল। অনেক সময় উঁচু জাতের পুরুষেরা এইসব নারীদের নৃত্য গীতে মুগ্ধ হয় কুলবিনাশী হইতেন, এমন ইঙ্গিত আছে নীহাররঞ্জন রায়ের বইতে। এদের প্রতি ঘৃণামূলক ভাব থেকেই নটি গালির উদ্ভব।

মুরাদুল ইসলাম