গালি যেহেতু আক্ষরিক না অতএব গালি এক প্রকার…

গালি যেহেতু আক্ষরিক না অতএব গালি এক প্রকার মিথ্যা অপবাদ যেখানে গালিদাতা ও অপরপক্ষ উভয়ই জানেন অপবাদটি মিথ্যা।

যেমন, একটি কুখ্যাত গালি পুংগা। বলা হয়ে থাকে, মিয়ানমারে একসময় পুং নামে বৃহদাকার বানর ছিল। ক্ষেতে মেয়েরা কাজ করতে গেলে তাদের রেইপ করত। বাঙালীদের আগে যাতায়াত ছিল বর্মায়। সেই থেকে গালি আসছে পুঙ্গীর পুত, বিবর্তনে পুংগা।

কিন্তু যারে গালিটা দেয়া হচ্ছে সে সত্যিকার অর্থে অইটা না। সাধারণ মানুষই, ঐ গালিদাতার মতোই।

মুরাদুল ইসলাম