গোল্ডের মুদ্রার কালে দুই নম্বরি করা যাইত না…

গোল্ডের মুদ্রার কালে দুই নম্বরি করা যাইত না এমন ধারণা ভুল, গোল্ডের মুদ্রাকালে রাজা ধরা যাক ১ হাজার করের মুদ্রা নিত এবং এইগুলার গোল্ড কন্টেন্ট ১০% কমাইয়া দিত খাদ মিশাইয়া, ফলে মুদ্রা ঠিকই থাকল কিন্তু ভিতরের গোল্ড কমে গেল, এইভাবে বার বার করতে থাকলে প্রচুর ক্ষতি হইত মানুষের, কেবল ঝানু লোকেরাই ব্যাপারটা ধরতে পারত, ধরা যাক অন্য রাজ্যের অভিজ্ঞ বয়স্ক কোন ব্যবসায়ী, তো তারা এই রাজ্যের মুদ্রারে অবিশ্বাস করত ও পরীক্ষা করার ওয়ে বার করত, মূল কথা হচ্ছে, দুই নম্বরী স্বর্ণমুদ্রাতেও হইত, এবং একই মডেলেই গোল্ড স্ট্যান্ডার্ড ফিয়াট কারেন্সি এবং বর্তমানের কোন স্ট্যান্ডার্ড ছাড়াই বিরাজিত কাগজের টাকার ক্ষেত্রেও ডিবেইজ তথা মান কমানো হয়, অনেক দ্রুতগতিতে সম্ভব হয় আর কি

মুরাদুল ইসলাম