গাধা গাধা

ইরানি কার্টুনিস্ট মাহমুদ জাভাদির এই কার্টুন। তিনি কি বুঝাইতে চাইছেন জানি না। কিন্তু আমাদের এইখানে বুঝানি হইতেছে বুদ্ধিজীবিদের ব্যঙ্গ করা হইছে এই ছবির মাধ্যমে।

ধরা যাক, এই ব্যঙ্গ করার এখতিয়ার আছে মানুষের। প্রশ্ন হইল, এই গাধাটা কে?

একজন জায়োনিস্ট বলবে এইটা হচ্ছে নোম চমস্কি।

একজন ক্যাপিটালিস্ট বলবে এইটা স্ল্যাভো জিজেক।

একজন অথোরিটি বলবে এইটা বাকুনিন।

এইভাবে এই গাধা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করবে। একেকজন লোক তার বিরুদ্ধ মতের বুদ্ধিজীবিদের দেখতে পাবে এই ছবিতে।

এই ব্যাপারটা ছবির বর্তমান অনুমানের অন্তঃসারশূন্যতা বুঝাইয়া দেয়।

মুরাদুল ইসলাম