গল্প

এক ব্যক্তি মাঠের পাশে একখানা ছোট ঘর নির্মান করলেন। তাতে কিছু বেঞ্চি পাতা হল। ভবিষ্যতে কিছু একটা এখানে করার ইচ্ছা ছিল তার। প্রতিদিন বেঞ্চিগুলিতে বসে নানা ধরনের লোক আড্ডা দিতে শুরু করল। মালিক ভদ্রলোক দেখলেন এতে তার ঘর খানার পরিবেশ নষ্ট হচ্ছে। মানুষ তো খালি আড্ডাই দেয়, জায়গা অপরিস্কারও করে ফেলে।

তাই তিনি চিন্তা করলেন কীভাবে মানুষদের সরানো যায়। সরাসরি বললে হবে না। এতে বেশী কেউ শুনবে বলে মনে হয় না আর কত লোককেই বা তিনি বলতে পারবেন। এই বিষয়ের জন্য মাইক দিয়ে ঘোষনা দেয়াও যায় না।

ভদ্রলোক তাই ভেবে এক বুদ্ধি বের করলেন। তার ঘরের সামনে একটি সাইনবোর্ড টাঙিয়ে দিলেন। “এই ঘরে কেউ আধ ঘন্টা বসলে মালিক সরকারের পক্ষ থেকে আশি টাকা করে পান।”

সাইনবোর্ড টাঙানোর পর লোক সংখ্যা অনেক কমে গেল। আর এর পরেও যারা বেঞ্চিতে বসত তাদের নিয়ে ভদ্রলোকের বেশী আর আপত্তি ছিল না।

মুরাদুল ইসলাম