&ldquo গভীর রাতে ভালো মেয়েরা রাস্তায় বের হয়…

“গভীর রাতে ভালো মেয়েরা রাস্তায় বের হয় না” এই কথার সমস্যা হলো এটি গভীর রাতে রাস্তায় বের হওয়া খারাপ মেয়েদের উপর করা হেনস্থার ন্যায্যতা চায়।

ধরা যাক, আসলেই গভীর রাতে ভালো মেয়েরা রাস্তায় বের হন না। তারা তখন ঘরে বসে চা খান। খারাপ মেয়েরা রাস্তায় বের হন তখন।

তো কী হইছে? সে খারাপ হইলে তার জন্য খারাপ, আপনি তারে হেনস্থা করবেন কেন? কোন অধিকারে?

এখন আপনি যদি আইনের লোক হন, এবং খারাপ মেয়ে খারাপ কাজ করতে থাকেন ও সেই কাজটি বেআইনি হয় তাহলে আপনি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। যেমন ভাবে গভীর রাতে, সন্ধ্যারাতে, ভোরে বা ভরদুপুরে রাস্তায় বের হওয়া ভালো ছেলে, খারাপ ছেলে, বা ভালো মেয়েরা বেআইনি খারাপ কাজ করলে আপনি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। কিন্তু কাউকে হেনস্থা নয়।আর খারাপ মেয়ে রাস্তায় বের হলে হেনস্থা করার অধিকার পেয়ে গেলেন এমন তো নয়ই। এমন ভেবে নিলে ও প্রচার করলে তা অন্যায়।

২০১৮ অক্টোবর ২৯

মুরাদুল ইসলাম