কুশপুত্তলিকা দাহ একটা সিম্বোলিক আঘাত ঐতিহাসিকভাবে মানবজাতির কাছে…

কুশপুত্তলিকা দাহ একটা সিম্বোলিক আঘাত, ঐতিহাসিকভাবে মানবজাতির কাছে এর গুরুত্ব বিদ্যমান, শিল্পের ইতিহাস থেকে আমরা জানি যে একসময় কোন ব্যক্তির ক্ষতি করতে হলে তার পুতুল বানাইয়া সেই পুতুলের উপর জাদুবিদ্যার প্রয়োগ করতে হইত।

সেই থেকে এহেন কাজের প্রতি মানুষের ভয়। চিন্তা করে দেখেন যদি এমন খবর মিলে, ঢাকার কোন এক নির্জন ঘরে একজন অদ্ভুত বুড়ো ব্যক্তি লোকদের প্রতিমূর্তি বানায় আর সেগুলারে নৃশংস ভাবে হত্যা করে। এই ঘটনা জানাজানি হলে উক্ত ব্যক্তিকে এই কাজ করতে দেয়া হবে না। যদিও লজিক্যালি পুতুলে কিছু করলে মানুষের কিছুই হবার কথা না, তথাপি মানুষের মনে বিদ্যমান ঐতিহাসিক ভয়।

মুরাদুল ইসলাম