ওয়েস্টার্ন মাস্টার সার্জো লিওনির মেক্সিক্যান বিপ্লব সময়কালের চিত্রায়ণ…

ওয়েস্টার্ন মাস্টার সার্জো লিওনির মেক্সিক্যান বিপ্লব সময়কালের চিত্রায়ণ ডাক, ইউ সাকার বা এ ফিস্টফুল অব ডায়নামাইট ফিল্মের এক দৃশ্যে জন হুয়ানরে বিপ্লবের কথা বলতে যায়।

তখন হুয়ান বলে, বিপ্লব? আমারে এইগুলার কথা বলতে আইসো না। আমি জানি কেমনে এইসব শুরু হয় শেষ হয়। কিছু লোক বই পড়ে, তারা যারা বই পড়ে না এমন গরীব লোকদের কাছে যায়। গিয়া বলে একটা পরিবর্তন দরকার। তারপর বই পড়ারা সুন্দর চেয়ারে বইসা আলাপ করতে থাকে, আলাপ করতে থাকে। খাইতে থাকে খাইতে থাকে, খাইতেই থাকে। আর ওই গরীবেরা? বিপ্লবের খাতিরে ততক্ষণে মইরা ভূত হইয়া গেছে। এবং এরপর কী হয়? একই চক্র আবার চলতে থাকে।

এই কথা শোনার পরে বিপ্লবী জন পড়তে থাকা বই ফেলে দেয়। বইটা বাকুনিনের।

মুরাদুল ইসলাম