এয় মেরে হামসাফার নামের বিখ্যাত হিন্দি গানে অনুষ্ঠানে…

এয় মেরে হামসাফার নামের বিখ্যাত হিন্দি গানে, অনুষ্ঠানে নায়ক আমির খান যখন নায়িকা জুহি চাওলারে দেখে গান শুরু করেন, তখন একটা মজার জিনিস দেখবেন। কয়েক লাইন নায়ক আবেগ নিয়া গান, আর পরে দেখেন ভিন্ন একটা মেয়ে তাকাইছে।

এর আগে নায়ক এরেই জুহি চাওলা কল্পনা করছিলেন বা মনে করছিলেন। ফলে দর্শকরে জুহি চাওলাই দেখানো হইছে।

বাট, পরে যখন নায়ক হতাশ হন, তখন দর্শকও হতাশ হন। দেখার মত ব্যাপারটা হইল, যে মেয়েরে দেখানি হইছে সে কিন্তু ‘সুন্দর’ না। এর পরিবর্তে ‘সুন্দর’ মেয়ে দেখাইলে যে হতাশা দর্শকদের মনে তৈরি করতে চাইতেছেন পরিচালক তা হইত না। ফলে ইচ্ছা করেই ‘অসুন্দর’ একটা মেয়েরে বা ‘অসুন্দর ভাবে’ একটা মেয়েরে এখানে দেখাইছেন।

সিলি ট্রিক। কিন্তু এখানে সুন্দর অসুন্দরের ব্যবধানটা স্পষ্ট করা হয়। মিডিয়া এইভাবে এই ব্যবধানে প্রভাব ফেলে বা জনমনে থাকা এই বিভেদরে আগলিভাবে স্পষ্ট করে বা এই ব্যবধান কীভাবে গৃহীত হবে তা নির্ধারণ করে দেয়।

মানুষ এগুলি খেয়াল করে না। কারণ তারা তো হয় নিজেরে জুহি চাওলা বা আমির খানের জায়গাতে বসাইয়াই দেখে, যদি বাস্তবে তারা তা অবশ্যই না।

মুরাদুল ইসলাম