এডিসন ও টেসলা

এক

টমাস আলভা এডিসন কত বড় বিজ্ঞানী ছিলেন, বৈদ্যুতিক বাতির আবিষ্কারক, অধ্যাবসায়ের প্রাণপুরুষ; এইসব আমরা জানি। স্কুলে থাকতে তার কথা পড়ছি আমরা। এই ভদ্রলোক ডিসি কারেন্টে বিশ্বাস করতেন। সার্বিয়ান বিজ্ঞানী নিকোলা টেসলা এসি কারেন্ট আবিষ্কার করলে তিনি এর বিরুদ্ধে খাড়ান।

[বর্তমানে আমরা বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি তা এসি কারেন্ট। আর ডিসি কারেন্ট পাই ব্যাটারি থেকে।]

নিকোলা টেসলার এসি কারেন্টের বিরুদ্ধে যাইতে গিয়া এডিসন প্রচার করতে লাগলেন এসি কারেন্ট ব্যবহার বিপদজনক। তিনি এইটা প্রমান করতে প্রায় যত ধরনে পোষা প্রাণী আছে তাদের সব জাতরেই এসি কারেন্টের শক দিয়া মাইরা দেখাইলেন। এতেও তার প্রমাণ করা হইল না। ১৮৯০ সালে নিউ ইয়র্ক স্টেইট প্রিজনের মাধ্যমে তিনি প্রথম ইলেক্ট্রিক শক দিয়া মৃত্যুদন্ডের ব্যবস্থা করলেন। মানুষ মারতে কী পরিমান কারেন্ট লাগবে এইটা তার নিজেরও ধারণা ছিল না। এর আগে তো মারছেন খালি পেট এনিম্যাল। তাই তার এসি কারেন্টের শক খাইয়া মৃত্যুদন্ড প্রাপ্ত ব্যক্তি মরল না, আধমরা হইল। তখন লোকটারে আবার শক দেয়ার ব্যবস্থা করা হইল। লোকটা দুইবার যন্ত্রণা পাইতে পাইতে মরছিলো।

এই হইলেন স্যার টমাস আলভা এডিসন। আমাদের বৈদ্যুতিক বাত্তি।

 

দুই

নিকোলা টেসলার ইয়াং বয়েসে বিশ্বাস করতেন বিজ্ঞানের সাথে দলাদলী, রাজনীতি ইত্যাদির সম্পর্ক নাই। এই ধারণার জন্য তার কোটি কোটি টাকার প্যাটেন্টগুলা চুরি হইছে, তিনি পর্যাপ্ত সম্মান পান নাই তার সময়ে।

খারাপেরা ধূর্ত, তারা এমনিতেই দলে থাকে। কখনো একইসাথে বিভিন্ন দলে থাকে। অন্যদিকে সৎ যারা আছে তারা মনে করে দলাদলির দরকার নাই। আমার কাজেই তো আমার প্রমাণ, আমি ভালো কাজ করলে লোকে আমারে সাপোর্ট দিবে।

কিন্তু এটা তাদের ভুল ধারণা। সে একা থাকার দরুণ লোকেরা তার ভালো কাজের খবরই পায় না। উলটা লোকের চোখে মনে হয় খারাপেরা ভালো করতেছে, কারণ দলীয় শক্তি তাদের সেইরকম দেখায়।

ফলে, খারাপের কাছেই শক্তি থাকে। সৎ নিকোলা টেসলাদের কাজের ফলে খারাপেরাই শক্তিশালী হয়।

তাই, ভালোদের গ্রুপিং করতে হবে। তবে একটা ভালো চিন্তা শক্তিশালী হইতে পারে। ভালোদের বুঝা দরকার লাইফ ইজ আনফেয়ার। কালের বিবর্তনে কখনো বের হইয়া আসতে পারে হারিয়ে যাওয়া ভালো লোকের ভালো কাজের গল্প। কিন্তু তাও অনিশ্চিত বের হবে কী না এবং তাতে ভালো লোকের কোন উন্নতি হবার সম্ভাবনা নাই, যেহেতু তিনি মৃত তখন।

আমাদের সাহিত্যে সমাজে যারা ক্ষমতাবান আছেন, মেডেল ইত্যাদি পাইছেন; এদের কতজনা এডিসন, তা কীভাবে বুঝবেন? কত টেসলাদের খবরই আমরা হয়ত জানিনা।

মুরাদুল ইসলাম