একজন ব্যক্তি যখন উঁচা ছাদের কিনারে দাঁড়াইয়া নিচে…

একজন ব্যক্তি যখন উঁচা ছাদের কিনারে দাঁড়াইয়া নিচে দেখে তখন তার একটা সরাসরি ভয় হয় যে সে পড়ে যেতে পারে, আবার এই ভয় থেকেই সে নিচে লাফ দেবার একটা ইচ্ছাও অনুভব করে।

আইদার/অর সে দেখতে পারলো।

সোরেন কীয়ের্কেগার্ড এই অবস্থারেই বলেন এঙ্গজাইটি। বিভিন্ন পসিবিলিটিরে দেখাজনিত ডিজিনেস, কীয়ের্কেগার্ড এটাকেই ফ্রিডম বলেন।

রাইট ওয়েতে কেউ এঙ্গশাস হওয়া জানলে সে সর্বোচ্চ জিনিস শিখে ফেললো, কীয়ের্কেগার্ডের মত।

সুইসাইডের ক্ষেত্রে, নিজেরে মারার চিন্তা করা আর নিজেরে মাইরা ফেলা এক না। নিজেরে মারার চিন্তাটা ঐ জিনিস, যেইটা ব্যক্তিরে বুঝায় যে, তার লাইফের উপরে তার নিয়ন্ত্রণ আছে। নীতসের উইল টু পাওয়ার এর পাওয়ার টু। পাওয়ার টু একটা ভালো জিনিস, নিজের উপর নিয়ন্ত্রণ এবং পাওয়ার। পাওয়ার অভার খারাপ জিনিস, যেটা অন্যরে ডমিনেট করা। সো, এই পাওয়ার টু মানুষ ফিল করে, যখন সে নিজেরে মারার কথা ভাবে। ফলে নীতসের মতে এইটা এক কম্ফোর্টিং থট, অনেক ড্রেডফুল নাইটে, মানুষের জন্য।

এমিল চিওরান, এও বলতে গেছেন যে, আমি তো বাঁইচাই আছি কারণ মরার চিন্তা কথা পারি, এবং এই চিন্তাই আমারে বুঝায় যে আমি চাইলেই মারতে পারি নিজেরে, যদি এই জিনিস না থাকতো তাইলে নিজেরে ধুম করে মাইরাই ফেলতাম।

মুরাদুল ইসলাম