ইলিশের প্রতি মৌসুমী দয়ামায়ার নিষ্ঠুরতা

এক

পহেলা বৈশাখ আইলে ইলিশ খাবো না, ইলিশ বাঁচাও ইত্যাদি আন্দোলনে ইলিশের প্রতি মায়া নাই, দয়াও নাই। আছে নিজের স্বার্থ। এই ইলিশ ডিম পারবে। আরো ইলিশ হবে। তখন আমরা সব’কটাকে ধরে ধরে খাবো। কিছু বাঁচাইয়া রাখবো। যাতে তারা ডিম পারে। আর আরো বাচ্চা দেয়। যাতে আমাদের রসনা বিলাশ হয় বেশী।

 

দুই

তারপর গাছের প্রতি মায়া। গাছ আমাদিগকে অক্সিজেন দেয়, যুক্তিতে। কিন্তু যদি না দিত?

বৃক্ষরোপন কিন্তু গাছের প্রতি মায়া না। নিজের পিঠ বাঁচানো, অক্সিজেন তৈরী, পরিবেশ রক্ষা।

মুরাদুল ইসলাম