ইডিওলজি ফাংশন করতে বিশ্বাস করতে হয় না এর…

ইডিওলজি ফাংশন করতে বিশ্বাস করতে হয় না এর এক প্রমাণমূলক উদাহরণ হিশাবে ধরতে পারেন, রাশিফলে বিশ্বাস করি না কিন্তু পড়ি এইরকম অবস্থানরে।

বিশ্বাস করেন না, কিন্তু পড়েন, দেখেন মিলাইয়া নিজের রাশি, ভালো কিছু দেখলে মনে মনে খুশি হন, একসময় বলেন দূর এগ্লা ফালতু, ভুলে যান, এরপর আবার আরেকদিন পড়েন, মিলান।

এই কার্যক্রমের ইডিওলজি ফাংশন করতে বিশ্বাস লাগে না। আপনে ভাবতেছিলেন হয়ত বিশ্বাসটাই মেইন। কিন্তু বিশ্বাস না করাইয়া আপনারে যে কাজটা করানো যাচ্ছে, সেটাই আসলে মূল বিষয় ছিল।

মুরাদুল ইসলাম