আসামে বিজেপি ও ইমাজিনারি এনিমি

ভারতে আসামে বিজেপি বিধায়ক বাংলাদেশ দখলে নিতে চান বলেছেন। এই বক্তব্যকে সরাসরি নিয়ে যারা হাউ কাউ করছেন তারা থামতে পারেন।

বিজেপি বা ইন্ডিয়ার লাভ নাই পুরা বাংলাদেশ নিয়া। দূর ভবিষ্যতে কিছু অংশ নিতে পারে, কিন্তু তাও আরেক টার্ম বা দুই টার্ম বিজেপি ক্ষমতায় আসার পর সে দৃশ্য সামনে আসতে পারে। সেই পলিটিক্সটা হবে এই যুক্তিতে যে বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দুদের ভূমি ফিরিয়ে দেয়া। এই যুক্তি সামনে রেখে তারা ন্যায্যতা দিতে চাইবে, বাট এটা অনেক দূরের কথা।

আপাত কথা হচ্ছে, ইন্ডিয়ার অন্য অংশে জাতিয়তাবাদ প্লাস হিন্দুত্ব দিয়ে বিজেপি ক্ষমতায় আসলেও পশ্চিমবঙ্গ আসামে বিজেপির টুল এন্টি বাংলাদেশিজম (বাংলাদেশী মুসলমান) প্লাস হিন্দুত্ব। মূলত এইজন্যই বিজেপি নেতারা এইসব বাংলাদেশ বিরোধী কথা বলে থাকেন ও ভবিষ্যতেও বলবেন। ঐ অঞ্চলের লোকদের সমর্থনের জন্য। দেখেন ডোনাল্ড ট্রাম্প সাহেব কীভাবে ক্ষমতায় আসলেন। লোকদেরকে বলতে হবে তোমাদের যে প্রবলেম হইতেছে এর জন্য দায়ী ওরা। এই আদারদের আমরা দেখে নেব। এইভাবে ক্ষমতায় আসার পদ্বতি কার্যকরী ও নিরাপদ।

অর্থনৈতিক সামাজিক আশ্বাস দিয়া ও আশা দেখাইয়া আসলে তা পূরণ করতে না পারলে বিক্ষোভের ভয় থাকে। বিপ্লব সেইসব দেশেই হয়, আশাভঙ্গের ক্ষোভ থেকে লোকে বিদ্রোহ করে। আর ইমাজিনারি শত্রু বানাইয়া তার সাথে ফাইট করার কথা দিয়া ক্ষমতায় আসলে আরাম।

মুরাদুল ইসলাম