আল বেরুনী জানাচ্ছেন ভারতীয়রা বইয়ের নাম লেখত একেবারে…

আল বেরুনী জানাচ্ছেন, ভারতীয়রা বইয়ের নাম লেখত একেবারে শেষে। প্রথম সন্তানের চাইতে দ্বিতীয় সন্তানরে বেশি প্রাধান্য দিত। কারণ তাদের মতে প্রথম সন্তান মূলত সেক্সয়াল লাস্ট থেকে উৎপন্ন আর দ্বিতীয়টা পরিণত চিন্তার প্রোডাক্ট। সন্তান জন্ম নিলে আকর্ষণের কেন্দ্রে মা থাকত না, বাবা থাকত। স্বামীরা নিয়মিত এবং জরুরী অবস্থায় স্ত্রীদের পরামর্শ নিত। অতিথিরা ঘরে ঢুকতে অনুমতি নিত না কিন্তু যাবার সময় অনুমতি নিত। হিন্দুরা একা একা খেত, একজন একজন করে। গোবরের আচ্ছাদিত পর্দায় রেখে। মাটির পাত্রে খেয়ে পাত্র ফেলে দিত। অবশিষ্ট খাবার ফেলে দিত। পান সুপারি চিবানোর জন্য তাদের দাঁত লাল ছিল।

মুরাদুল ইসলাম