আমার বয়স প্রায় সত্তুর বছর। আমি আমার জীবনের…

আমার বয়স প্রায় সত্তুর বছর। আমি আমার জীবনের বেশীরভাগ সময় দিয়েছি সাহিত্যের পেছনে, এবং আমি আপনাদের যা দিতে পারি তা হচ্ছে কেবল সংশয়।

মহান ইংরেজ লেখক ও স্বাপ্নিক থমাস ডি কুইন্সি তার ১৪ ভলিউমের কয়েক হাজার পৃষ্ঠায় লিখেছিলেন, একটি নতুন সমস্যা বের করা পুরনো একটি সমস্যার সমাধান বের করার মতোই গুরুত্বপূর্ন। কিন্তু তাও আমি আপনাদের দিতে পারবো না, কেবল আমি দিতে পারি প্রাচীনকাল থেকে চলে আসার দরুণ মর্যাদা পাওয়া কিছু ধাঁধা, কিছু জটিলতা। এই নিয়ে কি আমার দুশ্চিন্তা করা উচিত? দর্শনের ইতিহাস কী? তা তো হিন্দুদের, চাইনিজদের, গ্রীকদের, স্কুলম্যানদের, বার্কলের বিশপের, হিউমের, সোপেনহাওয়ারের এবং তাদের মত আরো অনেকের কিছু জটিলতার ইতিহাস, নয় কি? আমি কেবল চাই সেইসব জটিলতাগুলি আপনাদের সাথে ভাগ করে নিতে।

– হোর্হে লুই বোর্হেস, দ্য রিডল অব পয়েট্রি, দিস ক্র্যাফট অব ভার্স। বাংলায় ভাষান্তর।

মুরাদুল ইসলাম