&lsquo আমারে কেই ছইও না গো সজনী&rsquo বাংলা…

‘আমারে কেই ছইও না গো সজনী’ বাংলা শিল্প-সাহিত্যের এক ইউনিক এক্সপ্রেশন।ডোন্ট টাচ মি, আই এম ব্যাড অর নট গুড এনাফ।

একটা সরল গভীরতা আছে এই লাইনে। মানে যেহেতু আমি কূলহারা কলঙ্কিনী, অতএব তোমরা যদি আমারে টাচ করো, তাইলে তোমাদের মধ্যেও সেটা লাগবে।

অথবা, তোমাদের টাচ না করাই তোমাদের রাজনীতি। তোমাদের কূল রক্ষার রাজনীতি। সো কলড আভিজাত্য ও সামাজিক অথরিটি রাখার রাজনীতি।

এই অবস্থায়, শাহ আব্দুল করিমের এই সরাসরি প্রকাশ, আসলে এই সামাজের রাজনীতিরে দেখাইতে। যেহেতু কূল ও কূল হারানোর ধারণা সমাজেরই আরোপিত। এবং এই দিয়াই সে কন্ট্রোল করতে চায়।

আব্দুল করিম তার জীবনে এর স্বীকার হয়েছেন। তাই হয়ত এই সরল, গভীর, ও পলিটিক্যাল লাইন তাই তার পক্ষে তৈরি করা সম্ভব হয়েছে।

বি দ্রঃ ছইও না, ছুঁইও না এক না। ছুঁইও না ন্যাকা সাউন্ড করে, যে দোষ থেকে সিলেটি ভাষার শব্দ ছইও না মুক্ত।

২৭ ডিসেম্বর, ২০১৯

মুরাদুল ইসলাম