আমরা যা এক্সপেরিয়েন্স করি সেটা দিয়ে আমরা আমাদের…

আমরা যা এক্সপেরিয়েন্স করি, সেটা দিয়ে আমরা আমাদের লাইফকে ডিফাইন করি না, চালিত করি না বরং ঐ অভিজ্ঞতারে আমরা কীভাবে দেখি, কী মিনিং দেই, এর উপরেই আমাদের লাইফ ডিফাইন হয়। চালিত হয়।

ন্যাড়া বেলতলায় গেল, তার মাথায় বেল পড়লো, এটা একটা ঘটনা যা সে এক্সপেরিয়েন্স করল। সে এর অর্থ দিল, বেলতলায় যাওয়া ঠিক না, ব্যাড লাক। এই অর্থ দানের ফলে বাকি জীবন সে বেলতলা এড়িয়ে চললো।

আরেক ন্যাড়া বেলতলায় গেল, তার মাথায় বেল পড়লো। সে এই ঘটনার মিনিং দিল, গুড লাক হিসাবে, তার ভাগ্য ভালো এইজন্য বেল তার উপর পড়েছে। এই ন্যাড়ার কাছে বেলতলা হয়ে গেল গুড লাকের প্রতীক।

মুরাদুল ইসলাম