আপনারে বড় বলে বড় সে নয় লোকে যারে…

আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয় – এই প্রবাদ আসলে ভুল ও বিপদজনক।

লোকে বড় বললেই হবে না, দেখতে হবে কোন লোক আপনারে বড় বলতেছে? ধরা যাক একজন রেসিস্ট সাম্প্রদায়িক লোক বা কমবুদ্ধির লোক যাদের ভালো ও মন্দ বিচারের বুঝ নাই (যেটা অধিকাংশ লোক) এদের পক্ষে পপুলিস্ট কথাবার্তা বললে, কিছু ট্রিকারি করলে তারা আপনারে ভালো বলবে। তখন কি আপনে ভালো? রসময় গুপ্ত সাহেব সর্বাধিক পঠিত লেখক, তিনি কি ভালো লেখক?

এছাড়াও আরেক গভীর প্রশ্ন থাকে, আপনে আসলে বড় কি না। হিচককের শ্যাডো অব এ ডাউট ফিল্মের মূল চরিত্র থাকে সিরিয়াল কিলার। কয়েকজন লোক সেটা জানে, কিন্তু প্রকাশ করতে পারে না। শেষে দূর্ঘটনায় যখন সে মারা যায়, সমাজের কাছে একজন দানবীর ভালো মানুষ হিসাবে পরিচিতি পায়। লোকে তারে ভাল বলতেছিল, কিন্তু আসলে কি সে ভালো?

আপনারে বড় বললে মানুষ যেমন বড় হয় না, লোকে তারে বড় বললেও সে বড় হয় না। এত সরলীকরণ নয়। আপনারে বড় বলা লোক নিজে আসলেই বড় হইতে পারে, এরকম উদাহরণ মিলবে, যেমন মির্জা গালিব। তেমনি, লোকদের বড় বলা লোকটি হইতে পারেন একজন ছোট লোক। উদাহরণ, প্রচুর।

আপনারে বড় বলা, বা লোকের বড় বলার চাইতে গুরুত্বপূর্ণ হলো, আপনে নিজে আসলে বড় কি না।

আমাদের সমাজ যে নষ্ট সমাজ, এর কারণ হইল এইখানে মানুষের জীবনব্যাপী সাধনা হইল, লোকের কাছে ভালো ও বড় হওয়া। নিজে ভালো বা বড় হবার সাধনা তাদের নাই।

মুরাদুল ইসলাম