আজকে শাক্যমুনি গৌতম বুদ্ধের এক গ্রাফিক্যাল জীবনী পড়তে…

আজকে শাক্যমুনি গৌতম বুদ্ধের এক গ্রাফিক্যাল জীবনী পড়তে গিয়া একটা গল্পের আইডিয়া পাই, আর এই সন্ধ্যায় নিজের অভিজ্ঞতা মিলাইয়া মনে হইল এই গল্পটা লেখা দরকার।

আমাদের উপরে মানুষের এক্সপেক্টেশন থাকে। মা বাপের, ফ্যামিলির, বউ বা প্রেমিকার, অতঃপর সন্তানাদির, এবং বাইরের মানুষদেরও যারা কানেক্টেড থাকেন। আমার কাছে মনে হয় এইসব এক্সপেক্টেশন আমাদের বাস্তবতারে কঠিন করে তোলে, এবং আমরা যা হইতে চাই বা আমাদের এমন হওয়াহয়ির ইচ্ছা না থাকলেও, একটা জটিলাবস্থা তৈরি করে। এই জিনিস আমি ধরতে চাই।

আমার গল্পে থাকবে এক সম্ভ্রান্ত ফেমিলি, রাজা টাইপের লোক বাপ। তিনি জানতে পারলেন তার জন্ম নেয়া পুত্রধন হবে এক মহামানব। এই জন্য বাপ ও পুরা ফ্যামিলি নানা আয়োজন করে। সন্তানরে সেই যাত্রার জন্য তৈরি করে নিতে। একটা নির্দিষ্ট বয়সে ছেলে মহামানবের লক্ষণ দেখাতে শুরু করবে। কিন্তু, ছেলে দেখা গেল আসলে কিছুই হইতেছে না। তার কোন কিছু হবার ইচ্ছা নাই। একটা গৌতমের এন্টি স্টোরির মত অবস্থা। এইটা গল্পের মেইন সুতা। পরে কী হবে জানি না, জানলে লেখার দরকার পড়ত না।

লোকের এক্সপেক্টেশন বেশি হয় সাধারণত প্রতিভাবানদের উপরে। এইজন্য প্রতিভাবানেরা নিজেদের বার ধীরে ধীরে খুবই উঁচাতে স্থাপন করেন। ফলে, একসময় দেখা যায় তারা হতাশ হয়ে পড়েন, বা মনে করতে থাকেন তারা যা করতে পারেন তা করতে পারছেন না, এমনকি নিজের সাকসেসকেও দেখতে থাকেন লাক হিসেবে, ও নিজের যোগ্যতা নিয়া তাদের সন্দেহ হয়।

মুরাদুল ইসলাম