অন শ্রীদেবী

শ্রীদেবী মারা গেছেন, এ নিয়ে প্রচুর স্ট্যাটাস দেখছি। স্বাভাবিক, কারণ তিনি বলিউডের সুপারস্টার ছিলেন।

তবে আমি তার ফ্যানও না, তেমন চিনতামও না। কিন্তু তার গুরুত্ব গত বছর বুঝতে পেরেছিলাম।

দরগার এক রেস্টুরেন্টে বসে ফালুদা খাচ্ছি, সাথে ছিলেন এক বন্ধু আর বন্ধুর ডাক্তার বড় ভাই। ডাক্তার ভাই স্বাস্থ্য ব্যবস্থার নানা ত্রুটি নিয়ে কথা বলতে বলতে কথায় কথায় বলছিলেন, “বাংলাদেশে এইডস এর রোগী আসলে অনেক। এগুলি প্রচার করা হয় না। আমার এক স্যার এ নিয়ে রিসার্চ করেছিলেন।”

আমি জিজ্ঞেস করলাম, “কীভাবে এত এইডস রোগীর আমদানী হয়?”

তিনি বললেন, “মেইনলি ট্রাক চালকদের মাধ্যমে। সীমান্ত এলাকায় এরা ট্রাক চালায় আবার সারাদেশে ট্রাক নিয়ে ঘুরে বেড়ায়। সীমান্তে ইন্ডিয়াতে গিয়ে মাগী শটায়।”

আমি জিজ্ঞেস করলাম, “ইন্ডিয়াতে যাবে কেন? সীমান্তে কি বাংলাদেশী পতিতাপল্লী নাই?”

তিনি বললেন, “এটা ইন্টারেস্টিং। স্যার এটা তাদের জিজ্ঞেস করেছিলেন। তারা জবাব দেয় শ্রীদেবীর দেশে গিয়া করার মজাই আলাদা।”

এই কাহিনী বা বাস্তবতা জানার পরে আমি শ্রীদেবীর গুরুত্ব বুঝতে পারি। ট্রাক চালকেরা শ্রীদেবীর দেশে গিয়া শ্রীদেবীরে কল্পনা করে কাজ করেন ও এইডস বাংলাদেশে নিয়ে আসেন, এবং ছড়িয়ে দেন। এই কল্পনা সাইকোএনালিস্ট জ্যাক লাকা বলেছিলেন হয়ই, তার মতে সব সময় সেক্সে ৩য় ব্যক্তি উপস্থিত থাকে। দার্শনিক ও সাইকোএনালিস্ট জিজেকের কাছ থেকে এটা জেনেছিলাম। এবং কর্ম নয়, কর্মের ফ্যান্টাসীটাই এখানে প্লেজার দেয়।

যাইহোক, নশ্বর দুনিয়া ও মানুষের মাঝে কেউ কেউ তাদের কাজ, প্রতিভা, বিউটি ইত্যাদি দ্বারা অনেক উপরে উঠে যান, ও নানা ভাবে নিজ সমাজে, ও বাইরের আরো আরো সমাজে প্রভাব ফেলেন। শ্রীদেবী এমন একজন ছিলেন।

মুরাদুল ইসলাম