অন দেরিদা

দেরিদা বিষয়ে একটি ভালো লেখা

“In a complex world, wisdom is knowing what we don’t know so that we can keep the future open.”

“But small things are the measure of the man.”

এই দুইটা লাইন খুব গুরুত্বপূর্ন। এছাড়াও ডি-কনস্ট্রাকশনের প্রকৃতি বুঝাতে লেখক যা বলেছেন তা ঠিক। ডি-কনস্ট্রাকশন বাইনারি অপজিশন দিয়ে বুঝা স্থুল এবং ভ্রান্ত। দেরিদা নিজেই ডি-কনস্ট্রাকশনের কোন সংজ্ঞা দেন নি। কারণ এর সংজ্ঞা সম্ভব না।

সৃষ্টির জন্য কিছুকে বাদ দিতে হয়। এই বাদ দেয়া কিছুই হলো অন্য। এই রিপ্রেসিভ অন্য সৃষ্টির কনস্ট্রাকশনে ফিরে ফিরে এসে বড় সমস্যা বা খারাপ ফলাফল তৈরী করতে পারে, ফ্রয়েডিয়ান রিপ্রেশনের ধারণার মতো।

মুরাদুল ইসলাম