মানুষের বিয়া শাদীর বিষয়টা নিয়া ভাবা যায়। মুশতাক ও তিশার বিয়া প্রসঙ্গেই। বিয়া কারে মানুষ করে? যারা বাপ মা পরিবার ঠিক করে দেয়, তারেই তো করে। লাইন মাইরা বিয়া করা যাবে না, পিরিত করা যাবে না, এইটাও এক নিয়ম, এখন এই নিয়ম অনেকটা দূর্বল বাট আছে। বিয়া করবে বাপ মায়ের পছন্দে, আর বাপ মায়ের পছন্দContinue reading

প্রেম মানেই অসম, সম হইলে ওইটা হয় বিজনেস। লোকগানে যে কয় কূলনাশা পীরিত, এর অর্থ কী? এর অর্থ হইল, পীরিত হইল ওইটা যেইখানে কূল নাশ হইতে হবে। এবং বৈষ্ণব ও সুফিবাদী ধারণায় জীবাত্মার লগে পরমাত্মার যে প্রেম, ওইটার মাহাত্ম্য অসম হওয়াইতে। মুর্শিদ ধরিও খাণ্ডার, অবুঝ বালকের নৌকা ডুবিব তোমার, এই দাবী তো প্রেমের দাবী।

যে সমাজরে আপনি এত সম্মান দেন, ও ডরান, তার কাছে আপনার দাম দুই পয়সাও না। সমাজ অস্তিত্বহীন হইলেই মানুষরে ভুলে যায়। চলে নতুন স্রোতের দিকে। মালেক আফসারীর ভিড্যু থেকে শুনছি এই কথা, সমাজ জ্বালতে হুয়া সুরাজ কি পূজারী।

মনের পশুরে কুরবানি দেন যে লোকে বলে, এই মনের পশুটা কী? পশু বলতে যা আমরা বুঝি, এনিমেল, এটা মানুষদের একটা বলার বা দেখার প্রক্রিয়া, যার মাধ্যমে সে অন্যান্য প্রাণীদের একটা ক্যাটাগরিতে ফেলে দিয়া তার আলাদা অস্তিত্বরে অস্বীকার করে। যেমন, কুত্তা, বিলাই, গরু, ছাগল সব পশু, কিন্তু সে পশু না, হয়ে উঠছে মানুষ। মানুষের মনের যেContinue reading

তথাকথিত অনেক নাস্তেকেরা কুরবানির টাইমে পশু প্রেম দেখান, এর বিরোধিতা করতে গিয়া ফেসবুকের অনেক মুসলিমরা যেই আচরণ করেন, যেন মনে হয়, এই পশু হত্যার আয়োজনে কোন ক্রুয়েলটি নাই! কিন্তু, ক্রুয়েলটি তো অবশ্যই আছে। পশুরে আপনে যে হত্যা করতেছেন, এই পশুর জন্য মায়া থাকতে হবে। মায়া থাকলে, তারে হত্যার আয়োজনে মন আর্দ্র হবে, এবং সেই লাইনেইContinue reading