হিটলার

শিল্পী ও যুদ্ধবাজ রেসিস্ট এডলফ হিটলারের ৭৫০ টি ছবি নিয়া একখানা বই নিউ ইয়র্কের নানা প্রকাশনীতে গেছিল প্রকাশের জন্য। তারা প্রকাশ করেন নাই। কারণ দেখাইছেন, ‘এতে হিটলারের মানবিক দিক ফুইটা উঠার ঝুঁকি রইয়া যায়।’ কী ভয়ংকর কথা! যেন হিটলার মানুষ না, ভীন গ্রহের এলিয়েন বা নাজিমউদ্দিনের হলিয়েন।

হিটলার মানুষই ছিলেন। শিল্পবোদ্ধা, শিল্পী, অসাধারন অভিনেতা। অন্য সব মানুষের মত মানুষ। এইটা মাইনা নেয়া ভালো। তাতে অন্য মানুষ নামের প্রানীরা বুঝবে, তাদেরও হিটলার হইয়া উঠার একটা সম্ভাবনা আছে, গহীনে লুক্কায়িত।

জানুয়ারী ১২, ২০১৭

মুরাদুল ইসলাম