সাপের ছবি

যুগান্তর সাইট আপডেট করছে, পত্রিকার লে আউট হিসাবে খুব ভালো। ফলে ইদানীং পত্রিকা পড়তে হইলে যুগান্তর পড়ি গিয়া। আইজ দুইটা খবর এই পত্রিকায় সর্বাধিক পঠিত হিসেবে আছে। ইন্টারেস্টিং খবর অবশ্যই। প্রথম খবরে বলা আছে একটা গ্রামে অদ্ভুত এক সাপ দেখতে পাওয়া যায়। যে ব্যক্তি দেখেন তিনি মাইরা একটা গর্তে মাটি চাপা দিয়া রাখেন। কিন্তু পরদিন আবার সাপটারে দেখা যায়। এইটারেও মারা হয়। আগেরদিনের গর্ত খুইড়া দেখা হয় সাপ নাই। খালি মাটি আর মাটি। দ্বিতীয় সাপটারেও একই গর্তে মাটি চাপা দেয়া হয়। তারপরদিন আবার সাপটারে দেখা যায়। এইবার আর গ্রামবাসী মারতে সাহস পায় না। তারা ভয় পায়।

দ্বিতীয় খবরে বলা আছে, অবশেষে থানা থেকে পুলিশ এসে গুলি করে মারছেন এই পাওয়ারফুল সাপরে।

একসময় বাংলাদেশে সাপের ছবি হইত। সেই সব ফিল্মে সাপেরা মানুষ হইতে পারত। আরো নানা পাওয়ার থাকত তাদের। কোন কোন সময় এই পাওয়ার ব্যবহার কইরা তারা নায়ক বা নায়িকারে সাহায্যও করত।

এইসব ছবি দারুণ ব্যবসা করছে। এখন আর এই ছবিগুলা হয় না। কিন্তু এই দুই নিউজের সর্বাধিক পঠিত হওয়া সাপের ছবির আবেদন হইয়া যায় নাই তা বুঝাইল। আধুনিক সাপের ছবি বানাইয়া পরিচালক প্রযোজকেরা লাভবান হইতে পারেন।

মুরাদুল ইসলাম