সততা ও ন্যায়পরায়ণতা

আইজাক আসিমভ তার এক লেখায় সততা আর ন্যায়পরায়ণতারে আলাদা করছিলেন। আমার ভালো লাগছিল। তিনি কইলেন, সততা যদি হয় সদা সৎ কথা বলা, সৎ পথে চলা, তাইলে ন্যায়পরায়ণতা হইল অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়া। তা সততারও উপরের জিনিস। একজন সৎ লোক নির্বিবাদী হইয়া তার সামনে আরেকজনের উপরে হইতে থাকা অন্যায় মুখ বুইজা দেখতে পারে। কিন্তু ন্যায়পরায়ন লোক এর বিরুদ্ধে অবস্থান নিবে।

ওয়ারেন বাফেটের একটা চিন্তা অসাধারণ। আপনি সৎ হইবেন কি না, ন্যায়পরায়ণ হইবেন কি না, তা স্কুল কলেজ বা ফ্যামিলি থেকে শিখবেন না। এইটা আপনার সিদ্ধান্ত। আপনি নিজেই সিদ্ধান্ত নিবেন আপনে সৎ, ন্যায়পরায়ণ হইবেন, না অসৎ হইবেন। এইটা আপনারই একান্ত চয়েজ।

 

মুরাদুল ইসলাম