বড়লোকের বাচ্চা ও ছোটলোকের বাচ্চা

মেইনস্ট্রিম বাংলা ফিল্মে দেখবেন নায়ক গরীব ও বড়লোকদের বিরুদ্ধে ফাইট দেয়। একটা ফিল্ম আমি অল্প দেখার সুযোগ পাইছিলাম। নায়ক মারুফের। তার মা গার্মেন্টসে কাজ করত। মালিকের ম্যানেজার মিশা সদাগর তার মা’রে ক্যান জানি চাবুক দিয়া মাইরা তাড়াইয়া দেয়। মারুফ পরে গুন্ডা হয়, বিজনেস ম্যাগনেট(!) হয় এবং ঐ গার্মেন্টস কিনে নেয়, অতঃপর একইভাবে গার্মেন্টসের ম্যানেজাররে চাবুক দিয়া পিটায় তার মায়ের মাধ্যমে। হুবহু হয়ত আমার বলা হয় নাই, কারণ আমি অল্প দেখছি, তবে কাহিনী এমনই।

সম্প্রতি ভ্যানগাড়ি চালক হইছেন নায়ক ডিপজল এক ফিল্মে, ট্রেইলারে দেখলাম গুন্ডা তারে গাইল দেয় ওই ছোটলোকের বাচ্চা, ডিপজল পালটা গাইল দেয় ঐ বড় লোকের বাচ্চা।

এই ফিল্মগুলির মূল দর্শক আসলে গার্মেন্টস কর্মী, রিকশা ভ্যানগাড়ি চালক এরা, এই গরীব মানুষেরা। মধ্যবিত্ত এইসব ফিল্মে নিজের জীবনের মিল খুঁজে পায় না। কিন্তু গরীব কর্মজীবিরা পায়। ধনী অত্যাচারী যারা আছেন তাদের বিরুদ্ধে এইসব গরীবদের ভিতরে ক্ষোভ আছে, অবচেতন ক্ষোভ। এই ক্ষোভে প্রলেপ দেয় এমন ফিল্ম।

মুরাদুল ইসলাম