ব্রাহ্মণ্যবাদের ফ্যাসিবাদী চর্চা

 

ব্রাহ্মণ্যবাদ এখন আর ব্রাহ্মণের সাথে যুক্ত নয়। বরং আরো বিস্তারিত। সব এলিটিস্ট ফ্যাসিবাদী চর্চাকে আমরা এ নামে অভিহিত করতে পারি।

বাংলার প্রমিত রূপ চাপাইয়া দেয়া যেমন ব্রাহ্মণ্যবাদের ফ্যাসিবাদী চর্চা, তেমনি অপ্রমিত ভাষারে চাপাইয়া দেয়াও ব্রাহ্মণ্যবাদের ফ্যাসিবাদী চর্চা। আঞ্চলিক ভাষাও এমন চাপাইয়া দিলে তা একই হবে।

উদার ভাষা চর্চা হলো বাংলা ভাষার সব রূপ, রস এবং অবস্থানরে সম্মানের চোখে দেখা।

এক ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন আরেক ফ্যাসিবাদ না আসেন, সেদিকে লক্ষ্য রাখতে হপে।

মুরাদুল ইসলাম