বায়োলজিক্যাল ইতিহাস

বায়োলজিক্যাল ইতিহাসের জানলা দিয়ে দৃষ্টি রাখলে দেখা যায় অসাম্য একটি প্রাকৃতিক ব্যাপার এবং তা স্বাধীনতার বন্ধু। সাধারণত সমাজের এভারেজরা সাম্য চায়, তার উচ্চ ক্ষমতার প্রাণীরা চায় স্বাধীনতা।

অনেক নন-এভারেজ, উচ্চক্ষমতার ও বুদ্ধিমত্তার প্রানীরাও মহতী বোধে উদ্বুদ্ধ হয়ে সাম্যবাদ চাইতে পারেন, তবে তাদের সংখ্যা খুবই কম থাকবে। স্বাধীনতা এবং সাম্যবাদ দুইটা নিশ্চিত করা সম্ভব না। সাম্যবাদ নিশ্চিত করতে স্বাধীনতাকে কোরবানি দিতে হবে। আর স্বাধীনতা চাইলে প্রাকৃতিক ভাবেই ব্যবস্থাকে রাখতে হয়, যেখানে অসাম্য বিরাজ করবে।

৩.৫ বিলিয়ন বছর পুরানো বায়োলোজিক্যাল ইতিহাস এমনই বলে। উল্লেখ্য মানুষ নামের এনিমেল মাত্র ৫ হাজার বছর পুরানা।

মুরাদুল ইসলাম