বাকের ভাই

বাকের ভাইয়ার মিত্তু ঠেকাইতে মানুষ রাস্তায় নামছিলো এইসব বলে কত নাটুকে বক্তব্য দেয়া হয়। পড়লে মনে হবে হুমায়ুনের সব কৃতিত্ব যেন এই চরিত্র লেখা। এসব তুচ্ছ ধরনের কথাবার্তা। টেলিভিশন সিরিয়ালের কোন ক্যারেক্টারের মিত্তু তার দর্শকদের টাচ করতেই পারে। এইটা স্বাভাবিক। গল্পে বালতি বালতি আবেগ পরিমাণমত মেশানো থাকলে এবং ভালো মত পরিচালনা হইলে, তা অসম্ভব কিছু না। বাকেরের চরিত্র টিভিতে তৈরীর কৃতিত্ব পরিচালক বরকত উল্লাহ এবং অভিনেতা নুর ভাইয়ারও।

গটে’র জন ইস্নো বা সুলেমানের পাশা ও অথবা ইন্ডিয়ান বাংলা সিরিয়ালের জনপ্রিয় ক্যারেক্টার মরলে সোশ্যাল মিডিয়ায় বা নিজেদের মধ্যে আলোচনায় দুঃখ প্রকাশ করেন তাদের ফ্যানেরা। আগের যুগ হইলে তারা রাস্তায় নামতেন।

জানুয়ারী ১১, ২০১৭

মুরাদুল ইসলাম