পূর্নতা নাই

লাইফে পূর্ণতা বলতে কিছু নাই। প্রায়ই দেখি জীবনের পূর্ণতার জন্য হাহাকার। এই পূর্ণতাটা যে আসলে কী…এসব হচ্ছে আমাদের আশাবাদী কল্পনা…একটা ইউটোপিয়ার স্বপ্ন। বাচ্চাকাল থেকে আমরা রুপকথার গল্পে দেখি, রাজারানী অতঃপর সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। এবং এরপর পপুলার ধারার ফিল্মে। তাই আমাদের মনে হয় এটাই পূর্ণতা, যা সামনে আছে, এবং আমরা বুভুক্ষের মত এর অপেক্ষায় থাকি। কিন্তু এই চিন্তা ভুল, অযৌক্তিক কারণ সেই পূর্ণতা নাই, কখনো হয় না। প্রতি দিন আপনি বেঁচে আছেন, আনন্দ দুখ বা হতাশা, প্রাপ্তি অপ্রাপ্তি, রাগ, ক্ষোভ নিয়ে আছেন, এসবই থাকবে…এসব ব্যতিরেকে কোন লাইফ নাই।

মুরাদুল ইসলাম