পিটার সিংগার

 

পিটার সিংগার মানুষরে গিয়া বলেন, আপনি দামী শ্যুট জুতা পইরা যাইতেছেন এক পুকুরের পাশ দিয়া। দেখলেন পুকুরে এক শিশু ডুবে যাচ্ছে। আশপাশে কেউ নাই। আপনি ওরে না তুললে সে মারা যাবে। আবার তুলতে গেলে আপনার দামী কাপড় নষ্ট হবে। এখন আপনি কি ওরে বাঁচাইবেন?

মানুষেরা বলে, অবশ্যই বাঁচাব।

সিংগার বলেন, আচ্ছা, তাহলে আপনারা যে এই অতি দামী কাপড় জুতা পরতেছেন এগুলা না কিনে, এই বিলাস না করে; এর টাকাটা দিয়ে দেন কোন দাতব্য সংস্থায়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে শিশুরা খাবারের অভাবে মরতেছে। এরা এই টাকা নিয়া তাদের খাদ্য দিয়া বাঁচাবে। আপনে যদি এদের জন্য না দেন, ও এই বিলাস করতে থাকেন, তাহলে কিন্তু পুকুরের পাশ দিয়াই গেলেন, শিশুরে দেইখাও বাঁচালেন না। অর্থাৎ, আপনার লাইফ হইল অনৈতিক।

পিটার সিংগার উপযোগবাদী একজন মোরাল দার্শনিক। তার এই চিন্তা পরীক্ষা খুবই কার্যকরী। ইউরোপ আমেরিকার মাইনষেরে তিনি দেখাইয়া দিতে চান তাদের অনৈতিক লাইফ। ভোগবাদী সমাজের অনৈতিক দিক দেখাইয়া, তিনি এক মানবিক দুনিয়া গড়ার দার্শনিক।

মুরাদুল ইসলাম