পারসিয়ান মেসেঞ্জার সিন্ড্রোম

 

প্রাচীন পারস্যের শাসকেরা যুদ্ধে পরাজয় বা এরকম খারাপ খবর নিয়ে আসত যে দূত থাকে হত্যা করে ফেলতেন। তাই, দূতেরা ভয়ে খারাপ খবর দিতে চাইত না। কোন একটি খারাপ বা ভালো ঘটনাকে এভাবে অন্য কোন জিনিসের সাথে সম্পর্কিত করে দেখে মানুষ। এই প্রবণতা খারাপ অবস্থা তৈরী করে। বিশেষ করে ম্যানেজমেন্টে। কোন ম্যানেজার যদি পারস্যের প্রাচীন রাজাদের মত মানসিকতার হন, তাহলে অন্য কর্মচারীরা তাকে খারাপ খবর দিতে দেরী করবে। এতে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যেতে পারে।

মুরাদুল ইসলাম