পশু কী?

 

পশু বলতে যে সামগ্রিক জীবমন্ডলী বুঝায় তার মাঝে মহামান্য মানুষেরা আছেন। মানুষেরা নিজেদের বাইরে রেখে আর সবাইরে পশু বললে হবে না। নিজেরে আলাদা নাম “মানুষ” দিয়া আলাদা করলে অন্য সবাইরে তাদের নিজস্ব নাম “গরু” “ঘোড়া” “চামচিকা” ইত্যাদি নামে ডাকতে হবে। কারণ একেকটা প্রাণীর বৈশিষ্ট্য আলাদা। একটা কুত্তার বৈশিষ্ট্য আর একটা ইন্দুরের বৈশিষ্ট্য এক নয়, বড় পার্থক্য বিদ্যমান। তুলনা যদি করতে হয় সামগ্রিক পশু স্বত্তার সাথে তুলনা চলবে না। সামগ্রিক পশু স্বত্তায় মানুষের কন্ট্রিবিউশন অন্য প্রানীদের মতই। তুলনা করতে হবে আলাদা আলাদা প্রানীদের সাথে। অন্যথায় তা হবে ভুল, আত্মগর্বে অন্ধ তুলনা।

অক্টোবর ১১, ২০১৬

মুরাদুল ইসলাম