দ্রুত হাত ধুইতে পারা ইস্মার্ট বাচ্চাদের মা-বাপের জন্য

ইউএসএ টুডেতে এন্টিব্যাকটেরিয়াল সোপ-হ্যান্ডওয়াশ ইত্যাদি আমেরিকায় ব্যান হইতেছে এমন নিউজ দেখার পর খালি এন্টিব্যাকটেরিয়াল হ্যান্ডওয়াশের এড দেখি।

আমেরিকার এফডিএ ঐ ধরনের সোপের ১৯ টি উপাদানের উপরে নিষেধাজ্ঞা দিয়াছে। তারা কোম্পানিগুলোকে এক বছর আগে ডেকে বলেছিল, তোমাদের সাবান সাধারন সাবানের চাইতে উপকারী তা প্রুভ করো। এই সব খারাপ উপাদান ব্যবহার করা কীভাবে নিরাপদ হয়, তা দেখাও। এক বছর টাইম দেয়া হইল তোমাদিগকে।

কোম্পানিগুলো তা দেখাইতে পারে নাই।

সুতরাং, এফডিএ সম্প্রতি ঘোষনা দিয়াছেন, এইসব সাবান সাধারন সাবানের চাইতে আলাদা কোন বেনিফিট দেয় না। সাধারন পানি আর সাবান দিয়া হাত ধোয়াই জীবানু হইতে বাঁচার উৎকৃষ্ট উপায়। উপরন্তু, ট্রাইক্লোজেন, ট্রাইক্লোরোকার্বন সহ আরো আঠারোটি উপাদান এদের মধ্যে থাকে যা উল্টা মেডিকেশনের বিরুদ্ধে ব্যাকটেরিয়াদের প্রতিরোধ শক্তি বাড়ায়, বিভিন্ন হরমোন জনিত সমস্যা তৈয়ার করে।

বাংলাদেশে প্রচলিত এন্টিব্যাকটেরিয়াল হ্যান্ডওয়াশ-সাবানে ঐসব দুষ্ট উপাদান আছে কী না, বাচ্চাদের তাড়াতাড়ি হাত ধোয়াইয়া ইস্মার্ট বানাইতে চাওয়া বাচ্চার মা বাপেরা চেক কইরা

 

১৪ অক্টোবর, ২০১৬

মুরাদুল ইসলাম