চুল দাঁড়ি ইত্যাদি বিষয়ক

পোলারা চুল দাঁড়ি গোঁফ লম্বা রাখলে তাদের ফ্যামিলির লোকজন আপত্তি জানান। এইটা একটা ভাবার মত বিষয়। কেন তারা এরকম করেন? চুল দাঁড়ি কি সৌন্দর্যের হানি করে? আর সৌন্দর্যের দরকারই বা কেন, যদি না আপনার পেশা সৌন্দর্য নির্ভর হয়? আর সৌন্দর্য তো আপেক্ষিক ব্যাপার, একজনের কাছে যা সুন্দর আরেকজনের কাছে তা অসুন্দর হইতে পারে।

কিন্তু এই সমাজে পোলাদের লম্বা চুল দাঁড়ি, মানুষের প্রথম অথরিটি পরিবার, কেন লাইক করে না, এবং কেন এমন খড়গহস্ত হয়ে এর বিরুদ্ধে দাঁড়ায়।

চিন্তা করে এর একটা কারণ পাইলাম আপাতত। লম্বা চুল দাঁড়ি হইলে অনেকে বলে জংলীর মত লাগে বা বন মানুষের মত লাগে। এই জংলী বা বন মানুষেরা কে বা কারা? আমরা জানি এরা আমাদের আদি পুরুষ। আমাদের আদি পুরুষেরা বনে জঙ্গলে থাকতেন। পোলারা চুল দাঁড়ি লম্বা রাখলে মানুষের অবচেতন মনে বোধ হয় সেই প্রাচীন পূর্বপুরুষদের স্মৃতি ভাসে অবচেতনে। কিন্তু এর জন্য তারা এত বিব্রত হইয়া যান কেন?

আমার মনে হয়, এইটা তার আধুনিকতার জন্য বা আধুনিক, আরো আধুনিক হইতে চাওয়ার মনোভাবের জন্য। তার মনে সেই পুরানাকালের একটা ভয় আছে, বন জঙ্গল নিয়া। কার্ল স্যাগান যেটাকে বলেছেন ফসিল মেমোরি। এইজন্য বোধহয় ফ্যামিলি ভয় পায় যখন সে দেখে তার পোলারা চুল দাঁড়ি গোঁফ লম্বা রাইখা এলান মোরের মত হইয়া যাচ্ছে। তারা তখন তার বিরুদ্ধে অবস্থান নেয়।

এটা আরো হতে পারে, কলোনিয়ালিস্ট মেন্টালিটির জন্য। মানুষ ওইটারে মনে করে আধুনিকতা, লোকে চুল থাকবে ছোট, দাঁড়ি গোঁফ থাকবে না। (রিলিজিয়াস দৃষ্টিকোন থেকে যে দাঁড়ি রাখা সেটাতে অবশ্য ফ্যামিলি আপত্তি জানায় না অত, গুনাহ হবে বলে।)

পোলাদের চুল লম্বা রাখার বিপরীতে ফ্যামিলির কঠোর বিরোধী অবস্থান, আসলে এক ধরনের কলোনিয়ালিস্ট অবস্থানই হয়ে যায় শেষ পর্যন্ত, কারণ তাদের সুন্দরের ধারণা বেশকম কলোনিয়ালিস্ট।

মুরাদুল ইসলাম