চার্লস গুডইয়ার

প্রাকৃতিক রাবার বা এইজাতীয় পলিমারকে শক্ত বস্তুতে পরিণত করার রাসায়ানিক প্রক্রিয়ার নাম ভালকানাইজেশন। এই প্রক্রিয়া যিনি উদ্ভাবন করেন তার নাম চার্লস গুডইয়ার। তার জীবন অনেক সমস্যাপূর্ন ছিল অর্থনৈতিকভাবে। প্রায়ই জেলে যেতে হয়েছে ঋণ পরিশোধ করতে না পারায়। ছোট ছেলের মৃত্যুর পরে অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করতে পারেন নাই অর্থাভাবে।

যখন তিনি ভালকানাইজেশন উদ্ভাবন করলেন, এর প্যাটেন্টও তার কাছ থেকে ছিনিয়ে নেয়া হল। তিনি এর বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেই জেলে গেলেন, যদিও তিনিই সত্যিকার অর্থে প্যাটেন্ট এর মালিক ছিলেন।

জীবনের এই উত্থান-পতনের পরেও তিনি লিখেছেন, “টাকার মান বা পরিমাণ দিয়ে জীবনকে পরিমাপ করা উচিত না। আমি গাছ রোপন করেছি এবং অন্যে তার ফল সংগ্রহ করেছে এ নিয়ে অভিযোগ করতে আমি আগ্রহী নই। একজন মানুষ তখনই কেবল দুঃখ করতে পারে যখন সে বীজ বোনে এবং কেউ তার শস্য সংগ্রহ করতে পারে না।”

মুরাদুল ইসলাম