গরীবের বাচ্চার মা বাপ হওয়া ইজি

একটা এনজিও শিশুদের নিয়েও কাজ করে (নাম ভুইলা গেছি এখন)। সুযোগ সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা দেয়। এসএসসি বা পিএসসি, জেএসসির পর জিপিএ ফাইভ প্রাপ্তদের ছবি দেয় ফেসবুকে। সেইখানে লেখা থাকে অমুকের মাইয়া/পোলা তমুক এ প্লাস পাইছে।

দেইখা অবাক হইছিলাম। কারণ যাদের সন্তান বলতেছে তাদের অনেকের বয়স অল্প।

পরে পেইজ ঘুইরা জানলাম এই বাপ মা হওয়ারা সুবিধা বঞ্চিতদের পড়ালেখার ব্যয়ভার বহন কইরা মা বাপ হইছেন।

এরা এডপ্ট করেন নাই মে বি। এটা এক নতুন তরিকা। আপন মা বাপের পরে আরেক মা বাপ ছিল এডপ্ট নেয়া, এছাড়াও প্রচলিত ছিল ধর্মের মা বাপ। এখন এই নতুন ধরনের মা বাপ হইলেন এনজিও মা বাপ।

গরীব সুবিধা বঞ্চিতদের মা বাপ হওয়াও কত ইজি। আর পয়সা থাকলে মা বাপ হওয়াও কত ইজি।

এখানে স্মরণ রাখতে হবে সুবিধা বঞ্চিত দরিদ্রের পোলা মাইয়ারা যেসব সুবিধা পাইতেছে না, তা রাষ্ট্রের কাছ থেকে পাওয়ার পূর্ণ অধিকার তাদের আছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা তা পাইতেছে এই রাষ্ট্রের অনৈতিক ধনীদের জন্য। এই ধনীদের ইয়াং পোলাপানও শখে মা বাপ হইতে পারেন পয়সা দিয়া।

মুরাদুল ইসলাম