ক্যামু – মিথ অব সিসিফাস

মানুষ লাইফের মিনিং খুঁজে, কিন্তু লাইফের কোন মিনিং নাই। ফলে যে সমস্যার উদ্ভব তা নিরসনকল্পে মানব ৭ উপায়ে রেস্পন্স করতে পারে বলে দেখছিলেন আলবেয়ার কামু।

এক- সুইসাইডঃ সে নিজেরে মাইরা ফেলতে পারে।

দুই- ভুলে থাকাঃ অন্য কিছুতে ব্যস্ত থাইকা ভুলে থাকতে পারে বিষয়টা। যেমন ফেইসবুক ব্যবহার, বিয়া বা অন্য প্রকার বিনোদন।

তিন- অস্বীকারঃ সে অস্বীকার করতে পারে। সে বলতে পারে “না, লাইফের কসমিক মিনিং আছে।”

চার- অভিনয়ঃ সে অভিনয় কইরা যাইতে পারে।

পাঁচ- শিল্পী হওয়াঃ সে শিল্পী হইয়া নানা শিল্প তৈরীর মাধ্যমে সেইগুলাতে মিনিং খুঁজতে পারে।

ছয়- রাজনীতিঃ সে ক্ষমতা, রাজনীতি এগুলির চর্চা করতে পারে।

কামু এসব পন্থার কথা ভাবেন, এবং সব গুলাই বাদ দেন। সপ্তম উপায়টারেই তিনি যথার্থ বলে ধরেন। সেটি হলো,

সাত- গ্রহণঃ লাইফের/পুরা ইউনিভার্সের মিনিংলেসনেসরে স্বাভাবিক ভাবে গ্রহণ করা, এবং এতে বিষন্ন বা হতাশ না হওয়া।

“ওয়ান মাস্ট ইমাজিন সিসিফাস হ্যাপি”

মুরাদুল ইসলাম