হলধর নাগ

ভারতের প্রান্তিক জনগোষ্ঠী থেকে আসা কবি হলদর নাগ নিয়া কত লেখা দেখলাম। তিনি পদ্মশ্রী পাওয়ার পরই তারে নিয়া এই আলোচনা। কিন্তু যদি না পাইতেন? তখন কি তারে চিনতেন এই বঙ্গের কেউ? তাহলে কি হলদর নাগের কবিত্বের চাইতে পদ্মশ্রী বড় হইয়া গেল? পদ্মশ্রী হলদর নাগ আর পদ্মশ্রী ছাড়া হলদর নাগ – এই দুই জিনিস। আপনার ক্রেডিট হবে তখন যখন আপনি পদ্মশ্রীহীন কোন হলদর নাগরে চিনতে পারবেন। তার গুরুত্ব বুঝতে পারবেন। পদ্মশ্রী পাওয়ার পর হলদর নাগদের নিয়া যারা নাচেন, এদের বেশিরভাগই বেবুঝ, ওই পদ্মশ্রীই তাদের কাছে ঝলসাইয়া উঠে, কবির কবিত্ব নয়।

২৮ এপ্রিল ২০১৬

মুরাদুল ইসলাম