ব্যবসার পার্টনারী

হাসান সাহেব গোসলের জন্য বাথরুমে ঢুকতে গিয়ে দেখলেন তোয়ালে জড়িয়ে শাওয়ার ছেড়ে তার বউ বের হচ্ছেন। এইসময়ে দরজায় কলিংবেলের শব্দ হল। তোয়ালে জড়িয়েই হাসান সাহেবের বউ গিয়ে দরজা খুললেন। দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে আছেন প্রতিবেশি মকবুল সাহেব।

হাসান সাহেবের বউ কোন কথা বলার আগেই মকবুল সাহেব বললেন, “তোয়ালেটা ফেলে দিলে এই মুহুর্তেই আমি আপনাকে দশ হাজার টাকা দেব।”

হাসান সাহেবের বউ কয়েক মুহুর্ত চিন্তা করে তোয়ালেটা ফেলে দিলেন। মকবুল সাহেবও তাকে দশ হাজার টাকা দিয়ে চলে গেলেন।

হাসান সাহেবের বউ আবার তোয়ালেটা জড়িয়ে যখন ভেতরে গেলেন, হাসান সাহেব জিজ্ঞেস করলেন, “কে এসেছিল?”

হাসান সাহেবের বউ বললেন, “প্রতিবেশি মকবুল সাহেব।”

হাসান সাহেব বললেন, “মকবুল সাহেবের কাছে আমি দশ হাজার টাকা পাই। এ ব্যাপারে কিছু বলেছে?”

নীতিশিক্ষাঃ

ব্যবসার পার্টনারের সাথে ক্রেডিট এবং ঝুঁকি সংক্রান্ত বিষয়াবলী নিয়ে স্বচ্ছ আলাপ আলোচনা করা থাকলে অস্বাভাবিক ক্ষতি এড়ানো সম্ভব হতে পারে।

-বাংলায় রূপান্তুর-

ফেব্রুয়ারী ১৫, ২০১৫

মুরাদুল ইসলাম