অল্প বিদ্যা

অল্প বিদ্যার প্রয়োগ করুন। অল্প বিদ্যা প্রয়োগ করতে করতেই বেশি বিদ্যা অর্জন হয়। অল্প বিদ্যা ভয়ংকরী প্রবাদের সাথে গলাগলি করে যদি বেশি বিদ্যার আশায় বসে থাকেন, তাহলে বসেই থাকবেন। বেশি বিদ্যা অর্জন আর হইবে না কোনকালে। বিদ্যা অর্জন যদি হয় প্রয়োগের মাধ্যমে, তাহলে প্রবাদখানা বিদ্যার্জনের পথে বাঁধা।

আসল কথা হচ্ছে, কমন সেন্স রেখে প্রয়োগ করতে হবে বিদ্যা, তা বেশি বা কম যাইহোক। কমন সেন্স না থাকলে বেশি বিদ্যা প্রয়োগেও গর্তে পড়ার সম্ভাবনা আছে। আর বেশি বিদ্যা বলে কোন জিনিস আছে নাকী! জানার, শেখার শেষ নাই।

মুরাদুল ইসলাম